Country

15 hours ago

SDM son killed in landslide: জম্মু ও কাশ্মীরে স্করপিওতে পড়ল বোল্ডার, এসডিএম-সহ মৃত ২

SDM son killed in landslide 3 injured in J-K Reasi
SDM son killed in landslide 3 injured in J-K Reasi

 

জম্মু, ২ আগস্ট : জম্মু ও কাশ্মীরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জম্মুর রিয়াসি জেলায় শুক্রবার সন্ধেয় পাহাড় থেকে বিশাল আকারের বোল্ডার ধসে পড়ে স্করপিও গাড়ির উপরে। গাড়িতে ছিলেন উধমপুর জেলার রামনগরের এসডিএম ও তাঁর পরিবারের লোকজন। ঘটনাস্থলেই মারা গিয়েছেন এসডিএম রাজেন্দ্র সিং এবং তাঁর ৬ বছরের ছেলে। গুরুতর জখম হয়েছেন রাজেন্দ্রর স্ত্রী ও তাঁর আত্মীয়রা। আহত চালকও। তাঁদের রিয়াসি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন উপ-রাজ্যপাল সিনহা। রিয়াসি জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ গোপাল দত্ত বলেন, "ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দু'টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছি। ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আমরা একজন তরুণ অফিসারকে হারিয়েছি।"

You might also like!