Entertainment

1 day ago

Celebrity gossip 2025:সচিনের প্রেম কাহিনি ঘিরে জল্পনা, শিল্পা শিরোদকরের নাম উঠে আসায় কী বললেন মাস্টার ব্লাস্টার?

Sachin and Shilpa controversy
Sachin and Shilpa controversy

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : সচিন তেন্ডুলকর — নামটা উচ্চারিত না হলে যেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসই অসম্পূর্ণ থেকে যায়। মাঠে তাঁর রেকর্ড যেমন ঈর্ষণীয়, ঠিক তেমনই ব্যক্তিগত জীবনও বেশ শান্তিপূর্ণ। স্ত্রী অঞ্জলির সঙ্গে দীর্ঘ সুখের দাম্পত্য এবং দুই সন্তান সারা ও অর্জুন—সব মিলিয়ে এক পরিপূর্ণ পরিবার। বিতর্ক সচরাচর তাঁর চারপাশে ঘোরাফেরা করে না। কিন্তু সম্প্রতি এক পুরনো প্রসঙ্গ আবার উঠে এসেছে শিরোনামে। শোনা যাচ্ছে, অঞ্জলির সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে নাকি অভিনেত্রী শিল্পা শিরোদকরের সঙ্গে সম্পর্কে ছিলেন সচিন।

গত বছর ‘বিগবস্‌’ থেকে ফের চর্চায় উঠে এসেছেন শিল্পা। এক সময়ে বলিউডের অতি পরিচিত মুখ ছিলেন তিনি। ‘গোপী কিষান’, ‘আঁখে’র মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তাঁর সঙ্গে সচিনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল বলিউডে। এই প্রসঙ্গে শিল্পা নিজেও এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন।

এক সাক্ষাৎকারে শিল্পাকে সচিন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি যখন ‘হম’ ছবিতে কাজ করছি, সচিনের সঙ্গে প্রথম দেখা হয়েছিল। কারণ সচিন যেখানে থাকতেন, তার পাশেই থাকেন আমার তুতো ভাই। আমার ভাই সচিনের সঙ্গে ক্রিকেট খেলত পূর্ব বান্দ্রায়। এই ভাবেই একদিন সচিনের সঙ্গে আমার সাক্ষাৎ। কিন্তু তত দিনে সচিন অঞ্জলির সম্পর্কের সূচনা হয়ে গিয়েছে। কিন্তু কেউ জানতেন না সেটা। আমরা বন্ধু ছিলাম বলে জানতে পেরেছিলাম।”

তা হলে শিল্পার সঙ্গে কেন গুঞ্জন ছড়িয়েছিল? অভিনেত্রী উত্তর দেন, “আসলে এক অভিনেত্রী একজন ক্রিকেটারের সঙ্গে দেখা করছেন। আর সেই ক্রিকেটার হলেন সচিন তেন্ডুলকর! তাই মানুষের পক্ষে এই সব বলা খুব সহজ হয়ে গিয়েছিল। আমার ওঁর সঙ্গে মাত্র একবার দেখা হয়েছিল।”

এই গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন সচিনও। তাঁকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, নিজের বিষয়ে সবচেয়ে অবান্তর গুজব কোনটা শুনেছেন? উত্তরে সচিন বলেছিলেন, “আমি আর শিল্পা শিরোদকর নাকি প্রেম করছি।”

উল্লেখ্য, ‘হম’ ছবিতে অমিতাভ বচ্চন, রজনীকান্ত, গোবিন্দের সঙ্গে অভিনয় করেছিলেন শিল্পা শিরোদকর।

 

You might also like!