
নয়াদিল্লি, ১ নভেম্বর : ছত্তিশগড়ের প্রতিষ্ঠা দিবসে সে রাজ্যের জনগণকে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যন্ত আনন্দের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেছেন, প্রকৃতি ও সংস্কৃতির প্রতি নিবেদিত ছত্তিশগড় অগ্রগতির নতুন মানদণ্ড স্থাপন করছে। শনিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লেখেন, "ছত্তিশগড়ের ২৫-তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার সকল ভাই ও বোনদের অনেক অনেক শুভেচ্ছা। প্রকৃতি ও সংস্কৃতির প্রতি নিবেদিতপ্রাণ এই রাজ্য এখন অগ্রগতির নতুন মানদণ্ড স্থাপন করছে।"
প্রধানমন্ত্রী মোদী আরও উল্লেখ করেন, "নকশালবাদ দ্বারা প্রভাবিত অনেক এলাকা এখন উন্নয়নের জন্য প্রতিযোগিতা করছে। আমি নিশ্চিত ছত্তিশগড়ের পরিশ্রমী ও দক্ষ জনগণের নিষ্ঠা এবং উদ্যোগের মাধ্যমে, আমাদের এই রাজ্য বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
छत्तीसगढ़ के अपने सभी भाई-बहनों को राज्य के स्थापना दिवस की 25वीं वर्षगांठ की अनेकानेक शुभकामनाएं। प्रकृति और संस्कृति को समर्पित यह प्रदेश आज प्रगति के नित-नए मानदंड गढ़ने में जुटा है। कभी नक्सलवाद से प्रभावित रहे यहां के कई इलाके आज विकास की प्रतिस्पर्धा कर रहे हैं। मुझे भरोसा…
— Narendra Modi (@narendramodi) November 1, 2025
