পাটনা, ২ আগস্ট : বিহারের উপর দিয়ে ঘূর্ণাবর্ত বয়ে চলায় আবারও দাপট দেখাতে শুরু করেছে বর্ষা। এই অবস্থায় শনিবার বিহার রাজ্যের ৩৮টি জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর-পূর্ব বিহারের অরারিয়া, কিশনগঞ্জ, কাটিহার, মধেপুরা ও পূর্ণিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, সমস্তিপুর, বেগুসরাই, সুপৌল, খাগড়িয়া, মুঙ্গের ও ভাগলপুরেও প্রবল বৃষ্টির আশঙ্কা থাকায় সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। শনিবার সকাল থেকেই পাটনা, গয়া, ভাগলপুর, মুজফ্ফরপুর সহ একাধিক এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। পাটনা জংশন ও পাটলিপুত্র স্টেশনের বাইরেই ২-৩ ফুট জল জমে যাওয়ায় ব্যাহত হয়েছে যানচলাচল। এক আবহ বিদ জানান, আগামী ৫ অগস্ট পর্যন্ত রাজ্যে প্রবল বর্ষণের সম্ভাবনা। বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।