Entertainment

7 hours ago

Raktabeej2 : নীল বিকিনিতে আগুন! 'রক্তবীজ ২'-এর পর্দায় কে এই তন্দ্রাহরণী?

Mimi's surprise in a bikini look
Mimi's surprise in a bikini look

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সমুদ্রের নোনা জলে ভিজে, নীল বিকিনিতে ধরা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বুধবার সকালেই সেই উষ্ণ ছবি ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। হাঁটু জলে দাঁড়ানো মিমির ছবিতে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। কেউ বলছেন “আগুন”, কেউ আবার মুগ্ধ—“দেখেই থেমে গেলাম!” ব্যস্ত শহরের গরমে ক্লান্ত ভক্তদের জন্য যেন এক ঝলক স্বপ্ন।

পুজোয় আসছে মিমি এবং আবীর চট্টোপাধ্যায় অভিনীত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘রক্তবীজ ২’। সংযুক্তার চরিত্রে নায়িকাকে এমনিতেই বিপুল ভালবাসা দিয়েছেন দর্শক। ফলে এই ছবি নিয়ে কৌতূহল এ বার দ্বিগুন। পর্দায় দাপুটে পুলিশ কর্তার চরিত্রে অভিনেত্রী। সেখানে যে বিকিনি লুকে মিমিকে দেখা যাবে তা অনেকেই ভাবতে পারেননি। মিমির সমসাময়িক আর কোনও বাঙালি নায়িকাকে এই ধরনের বিকিনি লুকে আগে কখনও দেখা যায়নি।

ছবির শুটিং করতে ব্যাঙ্ককে উড়ে গিয়েছিল গোটা টিম। সে ঝলকও দেখা গিয়েছিল সমাজমাধ্যমের পাতায়। শোনা গিয়েছে, ‘রক্তবীজ ২’ নাকি আরও বেশি অ্যাকশনে ভরপুর। মিমি এ বারেও নিজের স্টান্ট নিজেই করেছেন। ঘটেছিল অঘটনও। শুটিং করতে গিয়ে পা কেটে রক্তারক্তি কাণ্ড হয়েছিল। শুটিং থামিয়ে সকলে ঘিরে ধরেছিলেন ছবির নায়িকাকে। মিমি তখনও নির্বিকার। পরের শটের জন্য নিজেকে প্রস্তুত করছেন! বিকিনি ছবিতে মিমিকে দেখে যেমন দর্শক যেমন অবাক হয়েছেন। সেই সঙ্গে এই ছবির উপরি পাওনা হল মিমি, নুসরত জুটির প্রত্যাবর্তন। এ বারের পুজোয় নাকি তাঁরা হাতে হাত রেখে উপস্থিত হবেন এই ছবিতে।

You might also like!