মান্ডি, ২ আগস্ট : ধস নামল হিমাচল প্রদেশের মান্ডিতে। বন্ধ হয়ে গেল চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক। শনিবার ভোর ৪টে নাগাদ এই ঘটনা ঘটে। ধসের ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ধসের কারণে রাস্তার ওপর এসে পড়েছে বড়বড় পাথর। মান্ডি জেলার পান্ডোহ বাঁধের কাছে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক (এনএইচ-৩) শনিবার ভোরে নতুন করে ভূমিধসের পর বন্ধ হয়ে গিয়েছে। ভোর ৪টে নাগাদ বড় বড় পাথর ও ধ্বংসাবশেষ রাস্তার উপর এসে পড়ে, যা মহাসড়কের একটি অংশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং রাস্তায় ফাটল দেখা দিয়েছে।