নয়াদিল্লি, ২১ জুলাই : ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, "অর্থনৈতিক ক্ষেত্রে, যখন আপনারা সবাই ২০১৪ সালে আমাদের দায়িত্ব দিয়েছিলেন, তখন আমাদের দেশ ভঙ্গুর পাঁচের পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছিল। ২০১৪ সালের আগে, আমরা বিশ্ব অর্থনীতিতে ১০ নম্বরে ছিলাম। এখন ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে।"
সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, "২০১৪ সালের আগে দেশে একটা সময় ছিল যখন মুদ্রাস্ফীতির হার দুই অঙ্কে ছিল। এখন এই হার প্রায় দুই শতাংশে নেমে আসার পাশাপাশি এটি দেশের সাধারণ মানুষের জীবনে স্বস্তি এবং সুবিধার বিষয় হয়ে উঠেছে। ২৫ কোটি দরিদ্র মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে, যা বিশ্বের অনেক প্রতিষ্ঠান দ্বারা প্রশংসা করা হচ্ছে।"
প্রধানমন্ত্রী আরও বলেছেন, "এখন আমাদের নিরাপত্তা বাহিনী নতুন আত্মবিশ্বাস এবং নকশালবাদের অবসানের সংকল্প নিয়ে এগিয়ে চলেছে। অনেক জেলা এখন নকশাল-মুক্ত। আমরা গর্বিত যে ভারতীয় সংবিধান নকশালবাদের বিরুদ্ধে বিজয়ী হয়ে উঠছে। 'লাল করিডর' 'সবুজ বৃদ্ধি অঞ্চলে' রূপান্তরিত হচ্ছে।"