দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : নিজের প্রস্রাব পান করেন এবং তাতেই শরীর সুস্থ থাকে—এই মন্তব্য করে চরম কটাক্ষের মুখে পড়েছেন পরেশ রাওয়াল। এর মধ্যেই ‘হেরা ফেরি’ ঘিরে বিতর্কে জড়িয়ে রয়েছেন তিনি। অক্ষয় কুমারের সঙ্গে নানান সমস্যা ফলে ওই ছবি থেকে বেরিয়ে আসার জন্য তাঁকে নিয়ে নানা রকমের আলোচনা হয়ে চলেছে। এই বিতর্কের মাঝে পরেশের স্বীকারোক্তি , ‘নিজের প্রস্রাব নিজেই খাই’। এই মন্তব্য ঘিরে দীর্ঘ দিন সমালোচনার মুখে পড়ার পর অবশেষে ফের মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি পাল্টা খোঁচা দিয়েছেন। পরেশ বলেছেন, “আমি তো ওদের (যাঁরা সমালোচনা করছেন) প্রস্রাব পান করতে বলিনি। না কি, আমি ওদের প্রস্রাব পান করার প্রস্তাব দিইনি বলেই ওদের সমস্যা হচ্ছে? ওরা কি ভাবছে, ‘আরে ইনি তো সব একাই পান করে ফেললেন। আমাদের একটুও দিলেন না!’”
পরেশ দাবি করেছেন, ওই ঘটনা প্রায় ৪০ বছর আগের। সে কথাই জানিয়েছিলেন তিনি। অভিনেতা বলেন, “তাতে কী এমন হয়েছে? তিলকে তাল করতে ওদের ভাল লাগে। ওরা এই নিয়ে আনন্দ করুক।” প্রস্রাব পান করে কি কেউ কোনও উপকার পান? এই প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেতা বলেন, “অনেকেই প্রস্রাব পান করে নানা উপকারিতা পেয়েছে। কিন্তু আমি এর গভীরে যেতে চাই না।”
এর আগে পরেশ দাবি করেছিলেন, ‘ঘাতক’ ছবির শুটিং চলাকালীন হাঁটুতে চোট পান। আঘাত এতটা গুরুতর ছিল যে, তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয়। পরেশ ভেবেছিলেন, তাঁর কেরিয়ার শেষ। কিন্তু তখনই যেন এই অভিনব বুদ্ধি নিয়ে হাজির হন বীরু দেবগন। তিনি পরেশকে পরামর্শ দেন দ্রুত সুস্থ হয়ে উঠতে গেলে পান করতে হবে নিজের মূত্র। টানা ১৫ দিন নিজের মূত্র পান করে নাকি সুস্থ হয়ে উঠেছিলেন পরেশ রাওয়াল। সত্তরের দশকের শেষ ভাগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইও নাকি প্রায় একই দাবি করেছিলেন।