Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Festival and celebrations

2 months ago

Jaynagar Club:পুজো অনুদান নিতে অস্বীকার, আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাল জয়নগর ক্লাব

Jaynagar Club protest
Jaynagar Club protest

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার এখনও বিচার না হওয়ায় প্রতিবাদ স্বরূপ এ বছরও রাজ্য সরকারের পুজো-অনুদান গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ৭ ও ১৪ পল্লি সর্বজনীন শারদোৎসব কমিটি।

২০২৬ সালের বিধানসভা ভোটের আগে দুর্গাপুজোর জন্য় ক্লাবগুলোর অনুদান একলাফে প্রায় ৩০ শতাংশ বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত বছর পুজোর অনুদানের পরিমাণ ছিল ৮৫ হাজার টাকা। এবার তা বেড়ে হয়েছে ১ লক্ষ ১০ হাজার টাকা। কিন্তু মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দেওয়ার পুজোর অনুদান নিতে অস্বীকার করল জয়নগরের পুজো কমিটি। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এক বছর হতে চলল। RG কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এখনও সঠিক বিচার হয়নি। তার প্রতিবাদেই রাজ্য সরকারের দেওয়া ১ লক্ষ ১০ হাজার টাকা পুজো-অনুদান নেবেন না জয়নগরের এই পুজোর উদ্যোক্তারা। ক্লাবের তরফে বিষয়টি প্রশাসনকে জানিয়ে দেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।

গত বছর পুজোর আগে আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য থেকে দেশে। ন্যায় বিচারের দাবিতে আন্দোলন, অনশন থেকে রাত দখল দেখেছিল গোটা দেশ। বিশ্বের নানা প্রান্তে প্রতিবাদ হয়েছিল। সেই উত্তাল সময়ের মধ্যেই বাপের বাড়ি এসেছিলেন উমা। তখনও আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান নিতে অস্বীকার করে একাধিক ক্লাব। তারপর কেটে গেছে এক বছর। এখনও আর জি কর-কাণ্ডে বহু প্রশ্নের উত্তর অধরা। তার পরেও রাজ্যে একের পরে এক নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। কসবার সাউথ ক্য়ালকাটা ল' কলেজে গণধর্ষণের মতো মারাত্মক অভিযোগ উঠেছে। নদিয়ার কালীগঞ্জে শাসকের বিজয় উল্লাসের বোমায় প্রাণ গেছে ছোট্ট তামান্নার। তাই গত বছরের ধারা বজায় রেখে এই বছরও মুখ্যমন্ত্রী পুজোর অনুদান ঘোষণা করার পর তা নিতে অস্বীকার করছে একের পর এক ক্লাব। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব, নদিয়ার রানাঘাটের ৪-এর পল্লি দুর্গোৎসব কমিটির এবার তালিকায় যোগ হল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ৭ ও ১৪ পল্লি সর্বজনীন শারদোৎসব কমিটির নামও। 

৯ অগাস্ট অরাজনৈতিক নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। সুবিচার না মেলা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর তাঁরা। গত বছর মা আসার আগেই মেয়ে চলে গেছিল। এক বছর পরেও দ্রোহের আগুন নেভেনি। ফের মা আসছেন। এই আবহে ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামছেন সন্তান হারানো মা-বাবা।

You might also like!