কোচবিহার, ৫ আগস্ট : এসপি অফিস ঘেরাও অভিযান কর্মসূচিতে যোগ দিতে কোচবিহারে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি খাগড়াবাড়ি পৌঁছতেই হাতে তৃণমূলের পতাকা নিয়ে চোর স্লোগান তোলে একদল। তাঁকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট, ভাঙে কাচ। সব মিলিয়ে তৈরি হয় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। এদিকে কোচবিহারকে বিজেপি মুক্ত করার ডাক দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।