Entertainment

7 hours ago

Chahal Dhanashree news:চহালের খোঁচা পোস্টে ধনশ্রীর জবাব? সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে জল্পনা

Dhanashree Verma
Dhanashree Verma

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :বিশেষ বার্তা লেখা টি-শার্ট পরে প্রকাশ্যে এসে প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মাকে খোঁচা দিয়ে বিতর্কে জড়িয়েছেন যুজবেন্দ্র চহাল। তাঁর পোশাকেই ছিল স্পষ্ট তির্যক ইঙ্গিত। এবার কি সেই ইঙ্গিতপূর্ণ বার্তার কৌশলী জবাব দিলেন ধনশ্রী? সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক পোস্ট ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা।

তাঁদের বিবাহবিচ্ছেদ মামলা এখনও বিচারাধীন। গত বৃহস্পতিবার ছিল সেই মামলার শেষ শুনানি। সে দিনই যুজবেন্দ্রের টি-শার্ট ঘিরে তৈরি হয় বিতর্ক। টি-শার্টে লেখা ছিল, “নিজেই নিজের সুগার ড্যাডি হও।” প্রাক্তন স্ত্রীর উদ্দেশে বার্তা দিতে চেয়েছিলেন বলে মনে করছেন নেটাগরিকেরা। চহাল হয়তো প্রাক্তন স্ত্রীকে বলতে চেয়েছিলেন, নিজের আর্থিক ব্যবস্থা নিজেই করে নাও।এ বার ধনশ্রী একটি ইঙ্গিতবহ পোস্ট করলেন। ধনশ্রী এই মুহূর্তে দুবাইয়ে। সেখান থেকেই নিজের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সেই সঙ্গে ধনশ্রী লেখেন, “প্রায় একটা গোটা জীবনের পরে মনে হয় দুবাই এলাম। এখানে বড় হয়েছিলাম। বহু স্মৃতি রয়েছে এখানে। এই শহর এগিয়ে গিয়েছে অনেকটা। এটা দেখেই অদ্ভুত ভাল লাগছে।”দুবাইয়ে ঠিক কী করছেন ধনশ্রী? অভিনেত্রী লিখেছেন, “সবচেয়ে ভাল লেগেছে এই সুন্দর মন্দিরে যেতে পেরে। কী শান্তি, অথচ কী প্রবল শক্তি এই মন্দিরের। এই মন্দিরই মনে করিয়ে দেয়, এই শহর সমস্ত সংস্কৃতি ও সম্প্রদায়কে কী ভাবে আগলে নিয়েছে।” ধনশ্রী জানিয়েছেন, তিনি জীবনে যতটা এগিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ দুবাইয়ের কাছে।

ধনশ্রী তা হলে সমস্ত কৃতিত্ব দিচ্ছেন দুবাইকে। সুগার ড্যাডি তা হলে কে? প্রশ্ন তুলছেন নেটাগরিক। এই পোস্টের মাধ্যমে কি চহালকেই উত্তর দিতে চাইছেন তিনি। বুঝিয়ে দিতে চাইছেন, তিনি স্বনির্ভর?ধনশ্রীর পোস্টের মন্তব্য বিভাগে চহাল ভক্তেরা কটাক্ষ করেছেন। অনেকেই মনে করিয়ে দিয়েছেন, ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’ মন্তব্য।


You might also like!