নয়াদিল্লি, ৫ আগস্ট : বিরোধী সাংসদদের হইচইয়ের জেরে মঙ্গলবার দুপুর ২টো পর্যন্ত স্থগিত হয়ে গেল রাজ্যসভার অধিবেশন। গত সপ্তাহে রাজ্যসভায় মার্শালদের পরিবর্তে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছিল। সেই সময়েই এর বিরোধিতা করেছিলেন বিরোধীরা। এদিন সকালে অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই ফের বিরোধী সাংসদেরা বিষয়টি নিয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন। তার জন্য এদিন দুপুর ২টো পর্যন্ত অধিবেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ এদিন জিরো আওয়ারে অভিযোগ করেন, তাঁকে লেখা একটি চিঠি সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে দিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।