দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন শেহনাজ গিল। সূত্রের খবর, লো ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছিলেন তিনি, যার জেরেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রিয় অভিনেত্রীর অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন তাঁর দ্রুত আরোগ্যের কামনা।
ইতিমধ্যেই অভিনেত্রীকে হাসপাতালে দেখতে গিয়েছেন করণ বীর মেহরা। শেহনাজের স্বাস্থ্যের হাল হকিকত জানিয়েছেন তিনি সোশাল মিডিয়ায়। একটি ভিডিও পোস্ট করে করণ বীর দেখিয়েছেন ঠিক কেমন রয়েছেন শেহনাজ এই মুহূর্তে। সেখানেই তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আপনারা সবাই শেহনাজের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করবেন। ওর স্বাস্থ্যের অবস্থা কি করেছে দেখুন।” সেখানেই দেখা যায় শেহনাজকে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন এবং তাঁর চিকিৎসা চলছে। করণের কথায় হেসে ওঠেন শেহনাজ। বলেন, “ও আমাকে হাসানোর চেষ্টা করছে।”
‘বিগ বস’ শো-তে যোগদানের পর দর্শকের অত্যন্ত পছন্দের হয়ে উঠেছেন শেহনাজ গিল। যদিও তার আগে অভিনেত্রী তাঁর কেরিয়ার শুরু করেছিলেন পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি কলকাতাতেও নতুন পাঞ্জাবি ছবির শুটিং শেষ করে গিয়েছেন শেহনাজ। এই মুহূর্তে তাঁর অসুস্থতার খবরে বিচলিত ভক্তরা তাঁর সুস্বাস্থ্যের প্রার্থনা করছেন তা সোশাল মিডিয়াতে চোখ রাখলেই বোঝা যাচ্ছে।