লন্ডন, ২ আগস্ট : চলমান টেস্ট সিরিজে দারুণ ছন্দে আছেন রুট। আগের ম্যাচে ১৫০ রান করা ব্যাটসম্যান শুক্রবার আউট হন মাত্র ২৯ রানে। ছোট্ট এই ইনিংসের পথে ক্রিকেটের অভিজাত সংস্করণে ঘরের মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ডের তালিকায় টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন রুট। ৭ হাজার ২২০ রান করে তালিকায় দ্বিতীয় স্থানে এখন তিনি। তিনে নেমে যাওয়া টেন্ডুলকারের ভারতে রান ৭ হাজার ২১৬। এই রেকর্ডটি আছে রিকি পন্টিংয়ের। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ৭ হাজার ৫৭৮ রান করেছেন নিজ দেশে। পন্টিংকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগ আছে রুটের।
শুক্রবার আরেকটি কীর্তি গড়েছেন রুট। প্রথম ব্যাটসম্যান হিসেবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। উপমহাদেশের দেশটির বিপক্ষে দেশের মাঠে এখন তাঁর রান ২ হাজার ৬। অস্ট্রেলিয়ায় ভারতের বিপক্ষে ১ হাজার ৮৯৩ রান করে এই তালিকায় রুটের পরে আছেন পন্টিং। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আত্মবিশ্বাসী শুরু করেন টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু তাকে বড় ইনিংস খেলতে দেননি মহম্মদ সিরাজ। ৪৫ বলের ইনিংসে ৬টি চার মারেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান।