নয়াদিল্লি, ২২ জুলাই : দিল্লি-এনসিআর-এ ফের ভূমিকম্প। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.২। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল হরিয়ানার ফরিদাবাদ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ ৩.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় হরিয়ানার ফরিদাবাদে। ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরতায় ছিল কেন্দ্রস্থল।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, ফরিদাবাদ থেকে মাত্র ১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, গুরুগ্রাম থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং আগ্রা থেকে ১৪৬ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। দিল্লি-এনসিআর-এ এদিন কম্পন অনুভূত হয়।