Festival and celebrations

14 hours ago

Janmashtami rituals 2025:শ্রীকৃষ্ণের আশীর্বাদ চাই? জন্মাষ্টমীতে মেনে চলুন এই পুজোর বিধি

Janmashtami dos and don’ts
Janmashtami dos and don’ts

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :ভগবান শ্রী কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন। এই দিনে শ্রী কৃষ্ণের আরাধনা করলে সন্তানপ্রাপ্তি, দীর্ঘায়ু এবং সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায়। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপনের মাধ্যমে প্রতিটি ইচ্ছা পূরণ করা যায়। 

জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, এ বছর জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজোর জন্য ৪৪ মিনিটের বিশেষ মুহুর্ত তৈরি হতে যাচ্ছে। এই মধ্যরাতের মুহুর্তে শ্রী কৃষ্ণের আরাধনা করলে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে পারে।

২০২৫ সালের জন্মাষ্টমী ১৫ আগস্ট, শুক্রবার পালিত হবে। জন্মাষ্টমীর অষ্টমী তিথি ১৫ আগস্ট রাত ১১:৪৯ থেকে শুরু হয়ে ১৬ আগস্ট সন্ধ্যা ৬:০৪ পর্যন্ত থাকবে। নিশিতা পূজা বা মধ্যরাত্রির পূজা ১৬ আগস্ট রাত ১২:০৪ থেকে ১২:৪৭ পর্যন্ত অনুষ্ঠিত হবে, যা জন্মাষ্টমীর প্রধান মুহূর্ত বলে গন্য। ১৬ আগস্ট দহি হান্ডি উৎসবও পালিত হবে।

জন্মাষ্টমীর সময় ও তিথি:

জন্মাষ্টমী তারিখ: ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার

অষ্টমী তিথি শুরু: ১৫ আগস্ট রাত ১১:৪৯

অষ্টমী তিথি শেষ: ১৬ আগস্ট রাত ৬:০৪

নিশিতা পূজা: ১৬ আগস্ট রাত ১২:০৪ থেকে ১২:৪৭

দহি হান্ডি উৎসব: ১৬ আগস্ট

এই শুভ সময়ে শ্রী কৃষ্ণের পুজো করুন

পুজোর সময় ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত দিতে পারেন। এই প্রসাদ দিয়ে রাতে উপবাসও ভাঙা যেতে পারে। ভগবানকে ভোগ নিবেদনের পর তা মানুষের মধ্যে বিতরণ করতে পারেন।

জন্মাষ্টমী কীভাবে পালন করবেন?

জন্মাষ্টমীতে সকালে স্নান করে উপবাস বা পুজোর ব্রত নিন। এই উপবাস জল বা ফলের খাবার দিয়েও করা যায়। মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের ধাতব মূর্তি একটি পাত্রে রাখুন। দুধ, দই, মধু, চিনি এবং সবশেষে ঘি দিয়ে স্নান করুন। একে পঞ্চামৃত বলে। 

এরপর কৃষ্ণকে জল দিয়ে স্নান করুন। প্রভুকে ফল ও ফুল নিবেদন করুন। নিবেদন করা জিনিসগুলিকে শুধুমাত্র একটি শঙ্খের মধ্যে রেখে দেওয়া উচিত। কালো বা সাদা কাপড় পরে পুজো করবেন না।

জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং পারিবারিক কল্যাণের এক বিশেষ উপলক্ষ। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে যদি আমরা যথাযথ নিয়মে পুজো করি, নির্দিষ্ট জিনিস ঘরে এনে তাঁকে আরাধনা করি, তাহলে তা সংসারে শান্তি, সন্তানের মঙ্গল এবং সার্বিক সমৃদ্ধি ডেকে আনতে পারে—এমনটাই বিশ্বাস বহু ঘরোয়া রীতি ও শাস্ত্র অনুযায়ী। ভক্তিভরে পালন করা এই বিশেষ দিন যেন সকলের জীবনে আনন্দ, ঐশ্বর্য এবং শুভ শক্তির বার্তা নিয়ে আসে, এটাই কামনা।


You might also like!