কলকাতা, ৫ আগস্ট : “এটা কি সামান্য একটা ভুল নাকি সচেতন ভাবে করা একটি ভুল? বাংলা-বাংলাদেশি ভাষাবিতর্কে এক্সবার্তায় এই প্রশ্ন তুললেন বিশিষ্ট শিল্পী অনুপম রায়। তিনি সদ্যপ্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত গানের পংক্তি স্মরণ করে লিখেছেন, “মনে রাখবেন, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।” এই পোস্টের সঙ্গে অনুপম যুক্ত করেছেন বঙ্গভবনের ওসি-কে উদ্দেশ করে লোদী কলোনীর ওসি-র লেখা চিঠি। তাতে বিতর্কিত লাইনগুলো চিহ্ণিত করা।