নয়াদিল্লি, ২৯ জুলাই : বিহারে এসএইআর ইস্যুতে সংসদে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত। মঙ্গলবার সংসদের অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।
বিরোধীদের এই ভূমিকার তীব্র নিন্দা করেছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেছেন, "বিরোধীদের কাছে কোনও বিষয় নেই। জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং আমাদের সৈন্যদের অপমান করার জন্য, তারা ষড়যন্ত্র তত্ত্ব তৈরি করছে এবং ঘটনাটিকে (পহেলগাম সন্ত্রাসী হামলা) অবজ্ঞা করছে। পুরো দেশ এটি দেখছে। তারা (বিরোধীরা) দেশের জনগণের চোখে নেমে গিয়েছে।" এদিকে, মঙ্গলবার দুপুর দুটো মুলতুবি হয়ে গিয়েছে রাজ্যসভার অধিবেশন।