Breaking News
 
New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা! OBC Case: ওবিসি তালিকা নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য! Modi in London today: মুক্ত বাণিজ্যে নতুন যুগের সূচনা আজ! ব্রিটেনের পর মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদি

 

Country

16 hours ago

Offbeat News: তথ্যভুলে সর্বনাশ! ৩ টাকা আয় দেখিয়ে দেশের ‘সর্বাধিক গরিব’ বানানো হল কৃষককে

Agricultural poverty India
Agricultural poverty India

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :মাত্র ৩ টাকা বার্ষিক আয়! মধ্যপ্রদেশের এক কৃষকের আয়ের সার্টিফিকেট ঘিরে তুমুল চর্চা সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, কৃষকের বার্ষিক আয় নথিভুক্ত হয়েছে মাত্র তিন টাকা। এই ঘটনা ঘিরে নেটিজেনদের কটাক্ষ, “এটাই কি ভারতের সবচেয়ে গরিব মানুষ?” সমালোচনার ঝড় উঠতেই সরকারের তরফে ব্যাখ্যা এসেছে—এটি একটি যান্ত্রিক ত্রুটির ফল, বাস্তব নয়।

এমন ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলার নায়াগাঁও গ্রামের বাসিন্দা বছর ৪৫-এর রামস্বরূপের সঙ্গে। গত ২২ জুলাই তহসিলদার সৌরভ দ্বিবেদীর সই করা একটি বার্ষিক আয়ের সার্টিফিকেট দেওয়া হয় তাঁকে। যেখানে ওই কৃষকের বার্ষিক আয় দেখানো হয় ৩ টাকা! প্রতিমাস হিসাবে দেখলে যা হয় মাত্র ২৫ পয়সা করে। সেই সার্টিফিকেটের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা ওই কৃষককে ‘ভারতের সবচেয়ে গরীব মানুষ’ বলে ব্যঙ্গ করতে থাকেন।

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিড়ম্বনায় পড়ে প্রশাসন। এরপরই গত ২৫ জুলাই রামস্বরূপকে ডেকে পাঠিয়ে নতুন করে একটি আয়ের শংসাপ্রদান করা হয়। যাতে তাঁর বার্ষিক আয়ের জায়গায় লেখা হয় ৩০ হাজার টাকা। অর্থাৎ ওই কৃষকের মাসিক আয় দুই হাজার ৫০০ টাকা। নতুন করে সার্টিফিকেট ইস্যু করার পরই তহসিলদার সৌরভ জানান, ভুল করে বার্ষিক আয় ৩ টাকা লেখা হয়েছিল। যা সংশোধন করে দেওয়া হয়েছে।

এই ঘটনার পর মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে বিধেঁছে কংগ্রেস। তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে কৃষকের পুরনো বার্ষিক আয়ের সার্টিফিকেট পোস্ট করেছে। সেখানে তারা লিখেছে, ‘মুখ্যমন্ত্রী মোহন যাদবের শাসনকালে দেশের সবচেয়ে গরীব মানুষের সন্ধান পাওয়া গেল। যার বার্ষিক আয় মাত্র ৩ টাকা!’


You might also like!