দেহরাদূন, ২৯ জুলাই : উত্তরাখণ্ডে ফের সক্রিয় বর্ষা। পাহাড় ও সমতল দুই জায়গাতেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। দেহরাদূন, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, পিথোরাগড় ও বাগেশ্বর জেলায় হলুদ সতর্কতা জারি করেছে মঙ্গলবার আবহাওয়া দফতর। রয়েছে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা। চিন সীমান্ত সংযোগকারী তওয়াঘাট-লিপুলেখ সড়ক পাথর খসে বিগত দু’দিন ধরে বন্ধ। আলকানন্দা, ভাগীরথী, মন্দাকিনী, সহ একাধিক নদীর জলস্তর ক্রমেই বাড়ছে। জানা গেছে , প্রশাসনের নির্দেশে নদীর ধারে যাওয়া নিষিদ্ধ।সব ঘাট প্রায় প্লাবিত। মোতায়েন রয়েছে এসডিআরএফ -এর দল। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর সব জেলাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।