দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : রজতজয়ন্তীতে চমক! এবার দমদম পার্ক ভারত চক্রের পুজো দেখা যাবে অনলাইনে টিকিট কেটে, উদ্বোধনের আগেই, কলকাতার সেরা পুজোগুলির তালিকায় বরাবরই শীর্ষে দমদম পার্ক ভারত চক্র। আর তাদের ২৫ বছরের পুজোয় এবার এক অভিনব উদ্যোগ—উদ্বোধনের আগেই অনলাইনে টিকিট কেটে দেখা যাবে মণ্ডপ ও প্রতিমা। ভিড় এড়াতে আর উৎসবের আনন্দ সকলের কাছে পৌঁছে দিতে এবার এই নতুন ডিজিটাল রূপ। দর্শনার্থীদের কাছে এটি হয়ে উঠছে পুজো দেখার এক অন্য অভিজ্ঞতা।গত বছর দর্শনার্থীদের ঢল নেমেছিল এই পুজোয়। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার আয়োজন আরও বড়, আরও চমকপ্রদ। পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই দর্শনার্থীরা অনলাইনে টিকিট কেটে মণ্ডপ ও প্রতিমা দেখে নিতে পারবেন নির্দ্বিধায়।
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ‘প্রি-এক্সিবিশন’ পর্ব। এই পাঁচ দিন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৩টে পর্যন্ত অনলাইনে টিকিট কেটে দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করতে পারবেন। মূল পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২৩ সেপ্টেম্বর।এরপর সাধারণ দর্শকদের জন্য থাকবে অবাধ প্রবেশ। অনেক দর্শনার্থীই আছেন যারা ভিড় এড়িয়ে মণ্ডপ ও প্রতিমা শান্ত পরিবেশে দেখতে চান। আবার বহু বিদেশি দর্শক পুজোর মূল দিনে আসতে পারেন না। তাঁদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা।