Entertainment

1 day ago

Tollywood news 2025:‘তিন রাত এক দুঃস্বপ্নের মতো কেটেছে’—কী বিভীষিকার কথা বললেন অভিনেত্রী পরী মণি?

Pari Mani social media post
Pari Mani social media post

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : মাত্র দু’দিন আগে হঠাৎই বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরী মণিকে। সেই সময়ে উদ্বেগ ছড়িয়েছিল অনুরাগীদের মধ্যেও। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। তবে হাসপাতালের বিছানায় কাটানো গত তিন রাত ছিল তাঁর জন্য ভীষণ কষ্টকর ও অস্বস্তিকর। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা এবার নিজেই জানালেন সমাজমাধ্যমে, খোলাখুলি শেয়ার করলেন নিজের যন্ত্রণার কথা।

নায়িকা লেখেন, “প‍্যানিক অ‍্যাটাক মোটেও কোনও সহজ বিষয় নয়! এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে! আজ তিনটা রাত কী ভাবে পার করছি আমি শুধু জানি।” এই পরিস্থিতিতে তাঁর পাশে থাকার জন্য চিকৎসকদের ধন্যবাদ জানান অভিনেত্রী।

দুই সন্তানের মা পরী মণি। তাই তিনি অসুস্থ হলে বাড়িতে খুবই সমস্যা হয়। ছেলেমেয়েকে তখন কে সামলাবে, এই কয়েক দিন একটাই চিন্তা বার বার তাঁর মনে এসেছে৷

তিনি লেখেন, “আমি শুধু ভাবছি, আমার বাচ্চারা না থাকলে কোনও চিকিৎসা কি আদৌও কাজে আসতো আমার এই মুহূর্তে ! আমি জানি না…আমি শুধু জানি আমার বাচ্চারা আমাকে ছাড়া ভাল থাকবে না। আল্লাহ মহান সবার সহায় হোক।”

ঠিক কী ঘটেছিল? নায়িকার ঘনিষ্ঠ সূত্রের খবর, সোমবার বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন অভিনেত্রী। সন্ধ্যার পর এ ব্যথা বাড়তে থাকে। এরপর চিকিৎসকের সঙ্গে কথা বলেন। সব কিছু শুনে চিকিৎসক দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শে রাতেই ভর্তি করানো হয় হাসপাতালে। মঙ্গলবার দুপুরে পরী মণির কয়েকটি প্রয়োজনীয় টেস্ট করানো হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে। সোমবার বাংলাদেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়ে। তার পর থেকে চারদিকি সন্তানহারা বাবা-মায়েদের হাহাকারের চিত্র। সেটা দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি অভিনেত্রী।


You might also like!