Breaking News

 

Country

4 hours ago

Chief Justice of India:কেন্দ্রকে বিচারপতি সূর্য কান্তের নাম প্রস্তাব করলেন CJI গাভাই, তিনিই হচ্ছেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি

Justice Surya Kant and BR Gavai.
Justice Surya Kant and BR Gavai.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সূর্য কান্ত। সোমবার বর্তমান CJI বিআর গাভাই আনুষ্ঠানিকভাবে তাঁর নিয়োগের সুপারিশ কেন্দ্রকে পাঠিয়েছেন। আগামী ২৩ নভেম্বর বিচারপতি গাভাই অবসর নেবেন এবং তারপরই শীর্ষ আদালতের প্রধানের গুরুদায়িত্ব নিতে চলেছেন তাঁরই জুনিয়র বিচারপতি সূর্য কান্ত। উত্তরসূরির নাম আগেই জানানো হলেও, এবার সেই সুপারিশে আনুষ্ঠানিক সিলমোহর দিলেন CJI।

নিয়মমতো দেশের প্রধান বিচারপতির অবসর গ্রহণের মাসখানেক আগে থেকেই পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের তৎপরতা শুরু হয়। সেইমতো একমাস আগেই উত্তরসূরির নাম প্রস্তাবের জন্য আইনমন্ত্রক চিঠি পাঠিয়েছিল বর্তমান CJI বিআর গাভাইকে। গত সপ্তাহে তার জবাব দিয়েছেন প্রধান বিচারপতি গাভাই। তাতে তিনি ‘জুনিয়র’ বিচারপতি সূর্য কান্তের নাম সুপারিশ করেছেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে। এই মুহূর্তে বিচারপতি সূর্য কান্ত সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতির মধ্যে দ্বিতীয় প্রবীণ ব্যক্তি। আগামী ২৩ নভেম্বর CJI গাভাইয়ের অবসরের পরদিন, ২৪ নভেম্বর থেকেই দেশের প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন তিনি। বিচারপতি সূর্য কান্ত হবেন দেশের ৫৩ তম প্রধান বিচারপতি। সব ঠিক থাকলে হিসেবমতো তিনি একবছর ২ মাস এই পদে থাকবেন।

হরিয়ানার হিসার জেলার ছোট্ট গ্রামের ভূমিপুত্র থেকে দেশের প্রধান বিচারপতির হতে চলা বিচারপতি সূর্য কান্তের কেরিয়ার কিন্তু বেশ সংগ্রামী। গ্রামের স্কুলে মেঝেতে বসে পড়াশোনা করতেন। প্রথম শহর দেখেন দশম শ্রেণির ফাইনাল পরীক্ষা দিতে গিয়ে। তারপর হরিয়ানার রোহতকের এক আইন কলেজ থেকে LLB পাশের পর জেলা আদালতে কেরিয়ার শুরু করেন। তারপর ধাপে ধাপে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট হয়ে সুপ্রিম কোর্টে উত্তীর্ণ হওয়া। এত সাফল্যের মাঝেও নিজের সংগ্রামী দিনগুলোর কথা ভোলেননি। বারবার সেসব স্মৃতি উঠে এসেছে তাঁর কথায়। এবার সেই সূর্য কান্তই হতে চলেছেন দেশের প্রধান বিচারপতি।

You might also like!