Country

20 hours ago

Weather Forcast in Delhi : ঘন কুয়াশায় অস্পষ্ট তাজমহল, দিল্লি-সহ উত্তর ভারত শীতে কাঁবু

The Taj Mahal obscured by dense fog, Delhi-including North India in winter
The Taj Mahal obscured by dense fog, Delhi-including North India in winter

 

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি : ঘন কুয়াশা থেকে মঙ্গলবারও মুক্তি পেল না দিল্লি, একইরকম অবস্থা উত্তর প্রদেশ-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। মঙ্গলবার সকালেও কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল রাজধানী দিল্লি, তাজনগরী আগ্রাও কুয়াশার কবলে ছিল। কুয়াশা এতটাই বেশি ছিল যে, দৃশ্যমানতার অভাবে এদিন সকালে তাজ ভিউ পয়েন্ট থেকে অস্পষ্ট দেখা গিয়েছে তাজমহলকে।

কুয়াশার পাশাপাশি শীতের দাপট এখনও রয়েছে উত্তর ভারতে। কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে দিল্লি, উত্তর প্রদেশে। রাজস্থান এবং মধ্যপ্রদেশেও এদিন সকালে জমজমাট ঠান্ডা ছিল। ঘন কুয়াশার কারণে মধ্যপ্রদেশের আগর মালওয়াতে জনজীবন বিপর্যস্ত হয়েছে।

You might also like!