Country

20 hours ago

Mahakumbha 2025 : মহাকুম্ভের দ্বিতীয় দিন, অমৃতস্নান করলেন বিপুল সংখ্যক ভক্ত

Mahakumbha 2025
Mahakumbha 2025

 

প্রয়াগরাজ, ১৪ জানুয়ারি : উত্তর প্রদেশের প্রয়াগরাজে দ্বিতীয় দিনে পড়ল মহাকুম্ভ মেলা ২০২৫। সাধু ও সন্তদের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ মঙ্গলবার ভোর থেকেই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করেন। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে মঙ্গলবারই ত্রিবেণী সঙ্গমে প্রথম অমৃতস্নান করেছেন পুণ্যার্থীরা। দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষ আস্থার ডুব দিয়েছেন।

মহানির্বাণী পঞ্চায়েতি আখড়ার সন্তরা প্রথম অমৃত স্নানের আগে শোভাযাত্রা করে ত্রিবেণী সঙ্গমে আসেন। পঞ্চায়েতি আখড়া মহানির্বাণীর শ্রী কমলানন্দ গিরি মহারাজ বলেছেন, "এটি একটি পরম্পরা রয়েছে, সব আখড়া একের পর এক পুণ্যস্নান করে।" শম্ভু পঞ্চায়েতি অটল আখড়ার নাগা বাবা প্রমোদ গিরি বলেছেন, "এটা আমাদের জন্য আনন্দের বিষয় যে শম্ভু পঞ্চায়েতি অটল আখড়া এবং মহানির্বাণী পঞ্চায়েতি আখড়া একসঙ্গে শাহী (অমৃত) স্নানের জন্য যাচ্ছে।" উল্লেখ্য, সনাতন ধর্মের ১৩টি আখড়ার সাধুরা ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করবেন।

You might also like!