কলকাতা, ৮ জানুয়ারি : পশ্চিমী ঝঞ্ঝার জন্য আটকে গিয়েছে উত্তুরে হাওয়া, আর তাই বুধবারও কলকাতায় স্বাভাবিকের ঊর্ধ্বেই তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। শীতের আমেজ থাকলেও, কনকনে ঠান্ডা আপাতত উধাও দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে তার পর থেকে তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। আগামী ১০ জানুয়ারি নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন পারদ ফের ঊর্ধ্বমুখী হতে পারে।