দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ইজরায়েলি সেনার আগ্রাসন রুখতে ইসলামিক দেশগুলোর কাছে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মহাম্মদ শিয়া আল-সুদানি। তিনি বলেন, "গাজা ও কাতারে ইজরায়েলি সেনার হামলার পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে।"শুধু প্যালেস্টাইন ভূখণ্ড গাজ়া কিংবা কাতার নয়, গত সপ্তাহে ৭২ ঘণ্টার মধ্যে মোট ছ’টি দেশে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফৌজ। পশ্চিম এশিয়ার লেবানন, সিরিয়া, ইয়েমেনের পাশাপাশি আফ্রিকার দেশ তিউনিশিয়াও ছিল সেই তালিকায়। কাতারের রাজধানী দোহার মতোই তিউনিয়াশিয়ার ওয়েস্ট বে লেগুন এলাকাতেও প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েক জন নেতা আত্মগোপন করে রয়েছেন বলে তেল আভিভের অভিযোগ।
সাম্প্রতিক সময়ে ইরান এবং আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কও ইজরায়েলি হামলার শিকার হয়েছে। ঘটনাচক্রে, প্রতিটি এলাকাই প্রায় নিরঙ্কুশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এই আবহে কাতারে পরিকল্পনা মাফিক হামলার অভিযোগ তুলে ইসলামি রাষ্ট্রনেতাদের উদ্দেশে ইরাকের প্রধানমন্ত্রী সুদানির আহ্বান ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। কার্যত, তেল আভিভকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘ইসলামি বিশ্বের এমন নানা অস্ত্র রয়েছে, যা ইজ়রায়েলকে ঠেকাতে সফল ভাবে ব্যবহার করা যেতে পারে।’’ প্রসঙ্গত, মঙ্গলবার দোহার একটি বাড়িতে বোমাবর্ষণ করে ইজ়রায়েল। তেল আভিভের দাবি, কাতারে আশ্রয় নেওয়া প্যালেস্টাইনি জঙ্গিগোষ্ঠী হামাসের কয়েক জন নেতাকে নিশানা করা হয়েছিল। তাঁরা ওই ডেরায় ছিলেন। কাতার সরকারের তথ্য জানাচ্ছে, হামলায় ছ’জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক জন কাতারের নিরাপত্তা কর্মকর্তা। তবে হামাসের শীর্ষ কোনও নেতা নিহত হননি বলে কাতার পুলিশের দাবি।