Country

12 hours ago

Delhi Yamuna Flood: দিল্লিতে যমুনার জলস্তরে হ্রাস, নেমে গেল বিপদসীমার নীচে

Delhi Yamuna Flood
Delhi Yamuna Flood

 

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর : দিল্লিতে ধীরে ধীরে নামছে যমুনার জলস্তর। সোমবার সকালে বিপদসীমার বেশ কিছুটা নীচে নেমে গিয়েছে যমুনা নদীর জলস্তর। তবুও বন্যা পরিস্থিতি বিরাজমান দিল্লির বিভিন্ন জায়গায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, যমুনা নদী সংলগ্ন নীচু এলাকার বাসিন্দাদের এখনও নিরাপদ স্থানেই থাকতে বলা হয়েছে। ত্রাণ শিবিরে রয়েছেন তাঁরা।

দিল্লিতে যমুনা নদীর সতর্কতা স্তর ২০৪.৫০ মিটার, যেখানে বিপদসীমা ২০৫.৩৩ মিটার এবং ২০৬ মিটারে পৌঁছলে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নদীর প্রবাহ ও সম্ভাব্য বন্যার ঝুঁকি পর্যবেক্ষণেরর জন্য পুরাতন রেল সেতু একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিন্দু হিসেবে কাজ করে। এদিন সকালে পুরাতন রেল সেতুর পর্যবেক্ষণ বিন্দুতে দেখা যায়, যমুনা নদীর জলস্তর বিপদসীমার নীচে নেমে গিয়েছে।

You might also like!