West Bengal

3 hours ago

Bhangar Accident News: ভাঙড়ে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহীর, জখম আরও দুই

Bhangar Accident
Bhangar Accident

 

ভাঙড়, ১০ সেপ্টেম্বর : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। দুর্ঘটনায় জখম আরও দুই। মঙ্গলবার গভীর রাতের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় পোলেরহাট থানার নাটাপুকুরের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মুস্তাকিন মোল্লা (২২)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে নিউটাউনের দিক থেকে মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন মুস্তাকিন। সেই সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তাঁর মোটরবাইকের। সংঘর্ষের জেরে রাস্তার উপর ছিটকে পড়েন তিনি। ঠিক তখনই পিছন থেকে আসা একটি মিক্সিং প্ল্যান্টের ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মুস্তাকিনের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আহত দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You might also like!