kolkata

1 hour ago

SSC:দ্বিতীয় দফা পরীক্ষা সাফল্যের সঙ্গে শেষ, মডেল উত্তরপত্র প্রকাশ করবে সরকারী ওয়েবসাইটে

Bratya Basu on SSC Exam
Bratya Basu on SSC Exam

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:নির্বিঘ্ন আয়োজন, কড়া নজরদারি আর স্বচ্ছতার আবহে শেষ হল এসএসসি-র দ্বিতীয় দফা পরীক্ষা। পরীক্ষা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, এবছর স্কুল সার্ভিস কমিশন একাধিক নয়া পদক্ষেপ নিয়েছে স্বচ্ছতা নিশ্চিত করতে। সেইসঙ্গে আশ্বাস দিলেন, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মডেল উত্তরপত্র কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যা দু’বছর সংরক্ষিত থাকবে। পরীক্ষার্থীদের যদি কোনও আপত্তি থাকে, তা পাঁচ দিনের মধ্যে অনলাইনে জানাতে হবে। নির্দিষ্ট সময় পর ফলাফল প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে কারা ইন্টারভিউয়ের জন্য যোগ্য। কমিশনের চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, নভেম্বর থেকে ইন্টারভিউ শুরু হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।

এসএসসি সংক্রান্ত একাধিক তথ্য দিতে গিয়ে ব্রাত্য বসু জানান, ৭ সেপ্টেম্বরের পরীক্ষায় ভিনরাজ্য থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১ হাজার ৩৬২। আর আজ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর, একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপ্রদেশ, বিহারের মতো ভিনরাজ্য থেকে ১৩ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী ছিলেন। এই তথ্য দিতে গিয়ে সেসব রাজ্যের ‘ডবল ইঞ্জিন’ সরকারকে খোঁচা দিতে ছাড়লেন না শিক্ষামন্ত্রী। জানালেন, আজকের পরীক্ষা দিয়েছেন ২ লক্ষ ৪৬ হাজারের বেশি। আবেদনকারীর ৯৩ শতাংশই পরীক্ষায় বসেছেন। স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয়েছে। ব্রাত্য বসু এও জানান, উত্তরপত্রের স্ক্যান করা ইমেজ সংরক্ষণ করা হবে ১০ বছরের জন্য।

এসএসসি সূত্রে জানা গিয়েছে, একাদশ-দ্বাদশ শ্রেণিতে হিন্দি ভাষার জন্য শূন্যপদের সংখ্যা ৩৭০। তার জন্যই মূলত ভিনরাজ্যের পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় বসছেন। আগামী নভেম্বর থেকে ইন্টারভিউ নেওয়া হবে। এরপর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে এসএসসি। ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেল সুপ্রিম কোর্টের নির্দেশে পুরোপুরি বাতিল হয়ে যাওয়ার পর নতুন করে নিয়োগ হচ্ছে। তার জন্যই ৭ ও ১৪ সেপ্টেম্বর, দু’দিন ধরে পরীক্ষা নেওয়া হল। এখন ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’র তকমা মুছে দ্রুত স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগের অপেক্ষায় চাকরিপ্রার্থী।

You might also like!