Technology

12 hours ago

Blinkit: বাড়ির দোরগোড়ায় মিলবে ইলেকট্রনিক গেজেটস! সুবিধা দিচ্ছে ই কমার্স প্লাটফর্ম ব্লিংকিট

Blinkit
Blinkit

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আজকের দিনে প্রযুক্তি উন্নতির শিখরে দাঁড়িয়ে। আর এমতাবস্থায় নানান সুযোগ সুবিধা যেন আমাদের হাতের মুঠোয়। একটা সময় যেকোনো জিনিস কেনাকাটা করতে আমাদের বাড়ির বাইরে যেতে হত, আর এখন এসব অতীত। সবকিছু এখন অনেক সহজলভ্য। যেতে হয় না বাজারে, ১০ মিনিটেই মাছ-মাংস থেকে সবজি, সবটাই হাতের নাগালে পৌঁছে দেয় । পোশাক পরিচ্ছদ কিনতেও রয়েছে অ্যামাজন, ফ্লীপকাটেড় মতো জনপ্রিয় অ্যাপ। এবার নতুন সংযোজন হলো ব্লিংকিটে। ১০ মিনিটে হাতের নাগালে মিলবে ইলেকট্রনিক গেজেটস! হ্যাঁ, এমনই সুবিধা নিয়ে হাজির ব্লিংকিট (Blinkit)।  

সংস্থার তরফে আলবিন্দরা ধিন্দসা জানিয়েছেন, শুধু মাছ-মাংস, সবজি বা নিত্য প্রয়োজনীয় জিনিস নয়, এবার ল্যাপটপ, মনিটর, প্রিন্টার-সহ নানা গেজেটস মিলবে ব্লিংকিটে। এখানেই শেষ নয়, অর্ডারের ১০ মিনিটেই হবে ডেলিভারি। জানা গিয়েছে, আপাতত এইচ-এর ল্য়াপটপ, লেনেভো, জেব্রোনিক্স ও MSI-এর মনিটর, ক্যাননের ও এইচপির প্রিন্টার-সহ নানা সামগ্রী। 

তবে এই পরিষেবা গোটা দেশে এখনও উপলব্ধ নয়। সংস্থার সিইও জানিয়েছেন, আপাতত দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই-সহ কয়েকটি বড় শহরে এই পরিষেবা মিলবে। আপাতত কয়েকটি ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া গেলেও পরবর্তীত বাড়বে ব্র্যান্ড ও আইটেমের সংখ্যাও। উল্লেখ্য, দিন কয়েক আগেই ১০ মিনিটে অ্যাম্বুল্যান্স পরিষেবা চালুর কথা ঘোষণা করেছিল ব্লিংকিট, এবার সেই তালিকায় নয়া সংযোজন ল্যাপটপ,মনিটর।


You might also like!