Country

7 hours ago

PM Modi inaugurates Z-Morh tunnel: দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনমার্গ টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Narendra Modi (Symbolic picture)
Narendra Modi (Symbolic picture)

 

শ্রীনগর, ১৩ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার সোনমার্গে অত্যন্ত প্রত্যাশিত সোনমার্গ টানেলের (জেড মোরহ টানেল) উদ্বোধন করেছেন। শ্রীনগর-লেহ হাইওয়েতে মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার গাগেনগার এলাকার কাছে নির্মিত ৬.৫ কিলোমিটার দীর্ঘ অত্যাবশ্যক জেড মোরহ টানেলটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধনের পর টানেল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি টানেল কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, জিতেন্দ্র সিং প্রমুখ।। উল্লেখ্য, ৬.৫ কিলোমিটার জেড মোরহ টানেলের কাজ একটি কৌশলগত প্রকল্পের অংশ এবং কাশ্মীর উপত্যকা ও লাদাখ অঞ্চলের মধ্যে সারা বছর যোগাযোগ নিশ্চিত করার প্রথম পদক্ষেপ।


You might also like!