West Bengal

1 day ago

Bangla news : সুফল বাংলার জন্য পূর্ব বর্ধমানে কৃষকদের থেকে সবজি কিনল রাজ্য, খুশি অন্নদাতারা

The state bought vegetables from farmers in East Burdwan for the benefit of Bengal
The state bought vegetables from farmers in East Burdwan for the benefit of Bengal

 

পূর্ব বর্ধমান, ৭ জানুয়ারি : চাহিদার তুলনায় বেশি উৎপাদন হয়েছে। শীতের সবজি ফুলকপি এক থেকে দু’টাকা দরে বিক্রি হচ্ছে। তাই ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়াল রাজ্য কৃষি বিপণন দফতর। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট নিমতলা কিশাণ মান্ডিতে সরাসরি কৃষকদের থেকে সুফল বাংলা স্টলের জন্য সবজি কিনল কৃষি বিপণন দফতর। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ-সহ নিয়ন্ত্রিত বাজার কমিটির অফিসাররা। সরকারি এই উদ্যোগে খুশি কৃষকরা। ফুলকপি ছাড়াও বাঁধাকপি, বেগুন, সীম, পেঁয়াজকলি কৃষকদের কাছ থেকে মঙ্গলবার কেনা হয়। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আধিকারিক সুদীপ পাল ও বিভান পাল।

You might also like!