Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Festival and celebrations

2 months ago

Dev Deepawali 2025: জমকালো অনুষ্ঠান বুধবার, দেব দীপাবলির চূড়ান্ত প্রস্তুতি বারাণসীতে

Dev Deepawali in Varanasi
Dev Deepawali in Varanasi

 

বারাণসী, ৪ নভেম্বর : বুধবার, ৫ নভেম্বর বারাণসীতে অনুষ্ঠিত হতে যাওয়া দেব দীপাবলির আগে বারাণসীর গঙ্গা ঘাটে জোরকদমে প্রস্তুতি চলছে। ১ থেকে ৪ নভেম্বর শহরে গঙ্গা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে, ৫ নভেম্বর গঙ্গার তীরে একটি জমকালো দেব দীপাবলি অনুষ্ঠিত হবে। তার আগে দেব দীপাবলির চূড়ান্ত ব্যস্ততা দেখা গেল বারাণসীতে।

দেব দীপাবলি কখন পালিত হয়?

প্রতি বছর কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলি পালিত হয়। দীপাবলির প্রায় ১৫ দিন পরে এই দিনটি পালিত হয়। এই বছর, দেব দীপাবলি পালিত হবে ৫ নভেম্বর।

কেন দেব দীপাবলি পালিত হয়?

পুরাণ অনুসারে, এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করেছিলেন। আনন্দে, দেবতারা স্বর্গ ও পৃথিবীতে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করেছিলেন। তারপর থেকে, প্রতি বছর এই দিনে দেব দীপাবলি পালনের ঐতিহ্য অব্যাহত রয়েছে।

You might also like!