নয়াদিল্লি, ১৩ জানুয়ারি : কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। শীতের মধ্যেই কুয়াশার দাপটও রয়েছে। সোমবারও কুয়াশা থেকে রেহাই পেল না রাজধানী দিল্লি, কুয়াশার কারণে এদিনও বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। নতুন দিল্লি রেল স্টেশন থেকে অনেক ট্রেন দেরিতে ছেড়েছে, বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে। কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দর থেকে বিমান পরিষেবাও প্রভাবিত হয়েছে।
দিল্লির পাশাপাশি কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশ এবং রাজস্থানও। সোমবার সকালেও আগ্রায় দৃশ্যমানতা কমে যায়, ফলে দূর থেকে অস্পষ্ট দেখা যাচ্ছিল তাজমহলকে। রাজস্থানের জয়পুর, মাউন্ড আবুও কনকনে ঠান্ডায় কেঁপেছে, ঠান্ডা থেকে রেহাই পেতে বহু মানুষকে আগুনের তাপ নিতে দেখা যায়।