Country

1 day ago

BPSC Protest: পুলিশ ও প্রশান্ত কিশোরের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি, পিকে-কে গ্রেফতার করল পুলিশ

BPSC Protest
BPSC Protest

 

পাটনা, ৬ জানুয়ারি : পাটনার অনশনমঞ্চ থেকে প্রশান্ত কিশোর (পিকে)-কে গ্রেফতার করল পাটনা পুলিশ, টেনেহিঁচড়ে তোলা হল অ্যাম্বুল্যান্সে। সোমবার ভোরেই পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং বলেছেন, প্রশান্ত এবং তাঁর সমর্থকদের গান্ধী ময়দান থেকে সোমবার সকালে পুলিশ গ্রেফতার করেছে। তাঁদের আদালতে হাজির করানো হবে।

পাটনা পুলিশ ও জন সুরাজ দলের প্রধান প্রশান্ত কিশোরের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়। প্রসঙ্গত, গান্ধী ময়দানে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন প্রশান্ত কিশোর, সেখান থেকেই তাঁকে আটক করা হয় এবং পরে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, বিহারে পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) ৭০-তম পরীক্ষায় অনিয়মের অভিযোগে দীর্ঘ দিন ধরে সরব পিকে। রাজ্যের নানা প্রান্তে পরীক্ষা বাতিল চেয়ে এবং নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ চলছে। বার বার এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশকে আক্রমণ করেছেন পিকে। তাঁর অভিযোগ, দীর্ঘ দিন ধরেই বিহারের চাকরির পরীক্ষাগুলিতে কারচুপি চলছে।

You might also like!