West Bengal

3 hours ago

Maypeeth: মৈপীঠে খাঁচা বন্দি বাঘ, ছাগলের টোপে ধরা দিল রয়্যাল বেঙ্গল

Tiger caged in Maypeeth, Royal Bengal was caught by goat bait
Tiger caged in Maypeeth, Royal Bengal was caught by goat bait

 

দক্ষিণ ২৪ পরগনা, ১৩ জানুয়ারি : দিনভর আতঙ্ক বাড়িয়ে রবিবার গভীর রাতে ধরা দিল রয়্যাল বেঙ্গল টাইগার। গতকাল গভীর রাতে ছাগলের টোপে খাঁচাবন্দি করা হয় বাঘটিকে। সোমবার বাঘটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তার পর সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগেও দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মৈপীঠে বাঘের আগমন ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল। এই নিয়ে গত এক সপ্তাহে তিনবার লোকালয়ের খুব কাছে চলে আসে বাঘ। রবিবার সকালে কুলতলির মৈপীঠের গঙ্গার ঘাট এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। সেই খবর পেয়ে সেখানে যান বনকর্মীরা। পায়ের ছাপ পরীক্ষা করে দেখেন তাঁরা। বাঘ যাতে লোকালয়ে না আসে, তার জন্যে পটকা ফাটানো হয়। শেষমেশ রবিবার গভীর রাতে খাঁচা বন্দি হয়েছে বাঘ।

You might also like!