Country

3 hours ago

Devendra Fadnavis: মহারাষ্ট্রকে উন্নতির দিকে নিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য : দেবেন্দ্র ফড়নবিস

Devendra Fadnavis
Devendra Fadnavis

 

নাগপুর : মহারাষ্ট্রকে উন্নতির দিকে নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য, ফের একবার তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।  নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবেন্দ্র ফড়নবিস বলেন, "মহা বিকাশ আঘাড়ি একত্রে লড়বে নাকি আলাদাভাবে লড়বে, তাদের জোট ভাঙবে নাকি থাকবে, তা নিয়ে আমরা আগ্রহী নই। আমাদের প্রচেষ্টা মহারাষ্ট্রকে উন্নতির দিকে নিয়ে যাওয়া, আসন্ন (পৌর কর্পোরেশন) নির্বাচনে জনগণের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে।"

মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানের মন্তব্য 'ইভিএম মানে, মোল্লার বিরুদ্ধে প্রতিটি ভোট', এ প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, "তিনি (নীতেশ রানে) কী বলেছিলেন, আমি তা শুনিনি, তাই আমি এর প্রতিক্রিয়া জানাব না।" উল্লেখ্য, এদিন নাগপুরের ইন্দিরা গান্ধী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

You might also like!