Country

2 hours ago

Gurpreet Gogi: লুধিয়ানায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এএপি বিধায়কের, পুলিশি তদন্ত শুরু

Gurpreet Gogi (Symbolic picture)
Gurpreet Gogi (Symbolic picture)

 

লুধিয়ানা, ১১ জানুয়ারি : পঞ্জাবের লুধিয়ানায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল আম আদমি পার্টি (এএপি)-র বিধায়ক গুরপ্রীত গোগীর। ডিসিপি জসকরণ সিং তেজা বলেছেন, শুক্রবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ডিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্ত করা হবে।

পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন ৫৮ বছরের গুরপ্রীত। শুক্রবার রাতে পরিবারের সদস্যেরাই সুইমিং পুলের ধারে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান। তাঁকে উদ্ধার করে দয়ানন্দ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।২০২২ সালে এএপি-তে যোগ দিয়েছিলেন গুরপ্রীত। বিধানসভা নির্বাচনে লুধিয়ানা পশ্চিম থেকে তিনি দু’বারের বিধায়ক ভারতভূষণ আশুকে হারিয়ে দেন। তাঁর স্ত্রীও রাজনীতির সঙ্গে যুক্ত। পুরসভার ভোটে তাঁকে আপ প্রার্থীও করেছিল। কিন্তু কংগ্রেসের প্রার্থীর কাছে তিনি হেরে গিয়েছিলেন। গুরপ্রীতের মৃত্যু প্রসঙ্গে পঞ্জাবের মন্ত্রী অমন আমান অরোরা বলেছেন, "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক সংবাদ। আমি শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেছি।"

You might also like!