দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতকালীন মরশুমে অনেকেরই ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে যায়। এই সময় তাপমাত্রা কমে যাওয়ার দরুন ত্বক থেকে প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে যায়। ফলত ত্বক সহজেই সেনসিটিভ হয়ে পড়ে। তবে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে মধু ভীষণকার্যকরী। ত্বকে পুষ্টি জোগানোর অন্যতম উৎস মধু। ঘরোয়া কয়েকটি উপাদানের সঙ্গে মধু মিশিয়ে তৈরি করে নিন রূপটান। এছাড়াও মধু দিয়ে তৈরি ঘরোয়া রূপটান এক দুর্দান্ত উপায় হতে পারে ব্ল্যাকহেডস দূর করার জন্য।
ব্ল্যাকহেডস দূর করতে মধু কীভাবে ব্যবহার করবেন, তা নিম্নলিখিত পদ্ধতিতে অনুসরণ করুন:
১। আধ টেবিল চামচ মধু, আধ টেবিল চামচ হলুদ এবং আধ টেবিল চামচ বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেথে। তার পরে হালকা হাতে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে ত্বকের মৃত কোষ তোলার চেষ্টা করুন।
পরে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন;
২। এক টেবিল চামচ মধু, এক চা চামচ অলিভ অয়েল এবং এক চা চামচ দই ভাল করে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলুন;
৩। ১-২ চামচ কাঁচা মধু হাতে নিয়ে ত্বকের ব্ল্যাকহেডস থাকা জায়গায় লাগান। বিশেষ করে নাক, চিবুক বা ত্বকের যেসব জায়গায় ব্ল্যাকহেডস বেশি থাকে, সেগুলোর উপর মধু লাগান। তারপর ৫-১০ মিনিট ভালোভাবে ম্যাসাজ করুন;
মধু ত্বকের জন্য কেন উপকারী?
মধু ত্বকের জন্য একটি প্রাকৃতিক এবং অত্যন্ত উপকারী উপাদান, যা হাজার বছর ধরে ত্বককে সুস্থ, উজ্জ্বল এবং মসৃণ রাখতে ব্যবহৃত হয়ে আসছে। মধুতে আছে ব্যাক্টেরিয়ারোধী উপাদান। মধুতে প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ থাকে, যা ত্বককে পরিষ্কার এবং সতেজ করে।এ ছাড়া মধু ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য প্রয়োজনীয় দুই উপাদান কোলাজেন এবং ইলাস্টেন উৎপাদনেও সাহায্য করে।পাশাপাশি, মধু ত্বকে আর্দ্রতাও জোগাতে পারে।
সতর্কতা:
১। যদি আপনার ত্বক সংবেদনশীল হয়ে থাকে, তাহলে আগে ছোট একটি জায়গায় পরীক্ষা করে দেখুন;
২। কাঁচা মধু ব্যবহার করলে আরও বেশি উপকার পাওয়া যাবে, কারণ এতে প্রাকৃতিক উপাদানগুলি সবচেয়ে ভালো কাজ করে।