Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Life Style News

6 months ago

Honey for Skin: নিয়মিত মধু ব্যবহারে দূর হবে ব্ল্যাকহেডস, জেনে নিন রূপটানে মধুর কার্যকারিতা!

Honey in Skincare (Symbolic picture)
Honey in Skincare (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শীতকালীন মরশুমে অনেকেরই ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে যায়। এই সময় তাপমাত্রা কমে যাওয়ার দরুন ত্বক থেকে প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে যায়। ফলত ত্বক সহজেই সেনসিটিভ হয়ে পড়ে। তবে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে মধু ভীষণকার্যকরী। ত্বকে পুষ্টি জোগানোর অন্যতম উৎস মধু। ঘরোয়া কয়েকটি উপাদানের সঙ্গে মধু মিশিয়ে তৈরি করে নিন রূপটান। এছাড়াও মধু দিয়ে তৈরি ঘরোয়া রূপটান এক দুর্দান্ত উপায় হতে পারে ব্ল্যাকহেডস দূর করার জন্য। 

ব্ল্যাকহেডস দূর করতে মধু কীভাবে ব্যবহার করবেন, তা নিম্নলিখিত পদ্ধতিতে অনুসরণ করুন:

১। আধ টেবিল চামচ মধু, আধ টেবিল চামচ হলুদ এবং আধ টেবিল চামচ বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেথে। তার পরে হালকা হাতে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে ত্বকের মৃত কোষ তোলার চেষ্টা করুন। 

পরে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন;

২। এক টেবিল চামচ মধু, এক চা চামচ অলিভ অয়েল এবং এক চা চামচ দই ভাল করে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলুন;

৩। ১-২ চামচ কাঁচা মধু হাতে নিয়ে ত্বকের ব্ল্যাকহেডস থাকা জায়গায় লাগান। বিশেষ করে নাক, চিবুক বা ত্বকের যেসব জায়গায় ব্ল্যাকহেডস বেশি থাকে, সেগুলোর উপর মধু লাগান। তারপর  ৫-১০ মিনিট ভালোভাবে ম্যাসাজ করুন;

মধু ত্বকের জন্য কেন উপকারী? 

মধু ত্বকের জন্য একটি প্রাকৃতিক এবং অত্যন্ত উপকারী উপাদান, যা হাজার বছর ধরে ত্বককে সুস্থ, উজ্জ্বল এবং মসৃণ রাখতে ব্যবহৃত হয়ে আসছে। মধুতে আছে ব্যাক্টেরিয়ারোধী উপাদান। মধুতে প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ থাকে, যা ত্বককে পরিষ্কার এবং সতেজ করে।এ ছাড়া মধু ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য প্রয়োজনীয় দুই উপাদান কোলাজেন এবং ইলাস্টেন উৎপাদনেও সাহায্য করে।পাশাপাশি, মধু ত্বকে আর্দ্রতাও জোগাতে পারে। 

সতর্কতা:

১। যদি আপনার ত্বক সংবেদনশীল হয়ে থাকে, তাহলে আগে ছোট একটি জায়গায় পরীক্ষা করে দেখুন;

২। কাঁচা মধু ব্যবহার করলে আরও বেশি উপকার পাওয়া যাবে, কারণ এতে প্রাকৃতিক উপাদানগুলি সবচেয়ে ভালো কাজ করে।

You might also like!