Country

2 hours ago

Two car collide in Delhi: দিল্লিতে দু'টি গাড়ির মধ্যে সংঘর্ষ; চালকের মৃত্যু, তদন্তে পুলিশ

Two car collide (Symbolic picture)
Two car collide (Symbolic picture)

 

নয়াদিল্লি, ১০ জানুয়ারি : রাজধানী দিল্লিতে দু'টি গাড়ির মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন একটি গাড়ির চালক। দুর্ঘটনার পর সুযোগ বুঝে পালিয়ে যায় ওপর একটি গাড়ির চালক। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ভিকাজি কামা প্লেসের কাছে একটি উড়ালপুলের ওপর।

দিল্লি পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম দিল্লির সফদরজং এনক্লেভ এলাকায় দু'টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একটি গাড়ির চালকের। অপর গাড়ির চালক পলাতক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ি দু'টিতে দুই চালক ছাড়া আর কেউ ছিল না।

You might also like!