Country

4 hours ago

Giriraj Singh: অরবিন্দ কেজরিওয়াল একজন ভুয়ো ও প্রতারক : গিরিরাজ সিং

Giriraj Singh (Symbolic picture)
Giriraj Singh (Symbolic picture)

 

বেগুসরাই, ১০ জানুয়ারি : দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা গিরিরাজ সিং। গিরিরাজ বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল একজন ভুয়ো ও প্রতারক।

পূর্বাঞ্চলের ভোটারদের বিষয়ে অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, "কেজরিওয়াল নিজেই ভুয়ো এবং একজন প্রতারক। তিনি একজন 'নমক হারাম'। তিনি আন্না হাজারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি দিল্লি এবং পূর্বাঞ্চলের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।"

You might also like!