Country

12 hours ago

Tirupati Incident: তিরুপতিতে দুর্ঘটনায় বার্তা রাষ্ট্রপতি মুর্মু, রাহুল গান্ধী ও অমিত শাহর

Tirupati Incident (Symbolic picrure)
Tirupati Incident (Symbolic picrure)

 

নয়াদিল্লি, ৯ জানুয়ারি : তিরুপতি মন্দিরে ভক্তদের ভিড়ে পদপিষ্ট হয়ে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার এ ব্যাপারে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি মুর্মু। এছাড়াও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ–ও শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি জানান, তিরুপতিতে পদদলিত হয়ে বহু ভক্তের প্রাণহানি ঘটেছে জেনে দুঃখিত। আমি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

রাহুল গান্ধী শোকবার্তায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কংগ্রেস কর্মীদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে আসার আহ্বান জানান।

অমিত শাহও শোকপ্রকাশ করে লেখেন, তিরুপতি মন্দিরে পদপিষ্ট হওয়ার দুর্ভাগ্যজনক ঘটনায় ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

প্রসঙ্গত, বুধবার পুজো দেওয়ার টোকেন নিতে গিয়ে তিরুপতিতে মাত্রাতিরিক্ত ভিড় হয়ে যায়। টোকেন দেওয়া শুরু হলে হুড়োহুড়িতে পদপিষ্ট হন প্রচুর মানুষ। তাতেই ৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। পরে রাতের দিকে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একাধিক আহত হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

You might also like!