গুয়াহাটি : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে তার অধিক্ষেত্রের প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি কোণায় অত্যাবশ্যক ও প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ১,১৮৪টি পণ্যবাহী রেক আনলোড করেছে। ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে এক মাসে আনলোডকৃত রেকের ক্ষেত্রে এটিই সর্বাধিক সংখ্যা। যার ফলে ২০২৪ সালের ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত আনলোডকৃত রেকের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯,৪০৪-এ।
আজ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য-উপযোগী তেল, খাদ্যশস্য, সার, ট্যাংক, কয়লার মতো অত্যাবশ্যক পণ্য ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করে নিজস্ব অধিক্ষেত্রের বিভিন্ন গুডস শেডে আনলোড করেছে।
২০২৪-এর ডিসেম্বর মাসে অসমে পণ্যবাহী ট্রেনের মোট ৬৩৮টি রেক আনলোড করা হয়েছে। যার মধ্যে ৩১৪টি রেকে অত্যাবশ্যক সামগ্রী ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৯৮টি, নাগাল্যান্ডে ১৫টি, অরুণাচল প্রদেশে ১৩টি, মণিপুরে চারটি এবং মিজোরামে ১০টি রেক আনলোড করা হয়েছে। এছাড়া, ২০২৪-এর ডিসেম্বর মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২১১টি এবং বিহারে ১৯৫টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে।
প্রেস বার্তায় বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে দ্বৈতকরণ কাজের দ্রুত সম্পাদন করা, উন্নত টার্মিনাল হ্যান্ডলিং সুবিধার ফলে অন্তর্মুখী ও বহির্গামী পণ্য পরিবহণ বৃদ্ধি পেয়েছে। সমস্ত স্তরে ক্রমাগত পর্যবেক্ষণের ফলে টার্নঅ্যারাউন্ডের সময় হ্রাস হয়েছে এবং আনলোডিঙের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে অত্যাবশ্যক ও অন্যান্য পণ্য সামগ্রীর চলাচল বৃদ্ধির পাশাপাশি পণ্য আনলোডিঙের ক্ষেত্রেও অতিরিক্ত বৃদ্ধি ঘটেছে।