Country

11 hours ago

Weather Forcast in Srinagar : ঠান্ডায় কাঁপছে উপত্যকা, বৃহস্পতিবার শুষ্ক আবহাওয়া

Weather Forcast in Srinagar
Weather Forcast in Srinagar

 

শ্রীনগর, ৯ জানুয়ারি : বৃহস্পতিবারও শীতে কাবু কাশ্মীর। শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা কাশ্মীরের নানা প্রান্তে। গুলমার্গ থেকে শ্রীনগর, পহেলগাম থেকে কার্গিল - সর্বত্রই জমজমাট ঠান্ডা।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উপত্যকার প্রায় সর্বত্রই কনকনে ঠাণ্ডা অনুভূত হয়েছে। আপাতত শীত থেকে রেহাই নেই। তবে এদিন শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গেছে। এরপর ১১-১২ জানুয়ারির মধ্যে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কাশ্মীর উপত্যকার প্রায় সর্বত্রই শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। ১৩-১৫ জানুয়ারি আবহাওয়া থাকবে শুষ্ক।

You might also like!