Country

5 hours ago

weather Update in delhi: শীতে কাঁপছে দিল্লি, অতি ঘন কুয়াশায় রেল ও উড়ান পরিষেবা বিঘ্নিত

Delhi shivers in winter, heavy fog disrupts rail and flight services
Delhi shivers in winter, heavy fog disrupts rail and flight services

 

নয়াদিল্লি, ১২ জানুয়ারি : এখনও কুয়াশা কাটিয়ে উঠতে পারল না রাজধানী দিল্লি। রবিবারও ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকল জাতীয় রাজধানী। কুয়াশা এতটাই বেশি ছিল যে রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। কুয়াশার পাশাপাশি শীতের দাপটও অটুট রয়েছে দিল্লিতে। রবিবার সকালে দিল্লির ইন্ডিয়া গেট চত্বরে কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়।

কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় নতুন দিল্লি রেল স্টেশন থেকে অনেক ট্রেন দেরিতে চলাচল করেছে। দেরিতে ওঠানামা করেছে বেশ কিছু বিমানও। ভারতীয় রেল জানিয়েছে, রবিবার জাতীয় রাজধানী ও উত্তর ভারতে ঘন কুয়াশার কারণে মোট ২৫টি ট্রেন দেরিতে চলাচল করেছে।

You might also like!