হাওড়া, ১২ জানুয়ারি : হাওড়ার ডোমজুড়ে আগুন লাগল একটি দড়ির গোডাউনে। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ কারখানাটিতে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাটি। আশেপাশে বেশ কিছু কারখানা থাকায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু'টি ইঞ্জিন।স্থানীয় সূত্রের খবর, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ডোমজুড়ে একটি দড়ির গোডাউনে আগুন লাগে। আগু নেভাতে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।