প্রয়াগরাজ, ১২ জানুয়ারি : মহাকুম্ভ উপলক্ষ্যে সেজে উঠেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজ। সমাগম হয়েছে বিপুল সংখ্যক ভক্তের। ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। তার আগে রবিবারই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন ভক্তরা। নারী, পুরুষ নির্বিশেষে বহু মানুষ কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই আস্থার ডুব দিয়েছেন।পুণ্যস্নানের পর এক ভক্ত বলেছেন, "এখানে খুব ঠান্ডা, কিন্তু আমরা অনেক উপভোগ করছি। সারা দেশ থেকে ভক্তরা এখানে আসেন। আমি খুব খুশি যে আমি এই সুযোগ পেয়েছি।" আরও একজন বলেছেন, "সনাতন আমাদের এই ঠান্ডা আবহাওয়ার সঙ্গে লড়াই করার শক্তি দেয়। আমরা প্রয়াগরাজে পবিত্র ডুব দিয়েছি।"