kolkata

3 hours ago

South Kolkata: দক্ষিণ কলকাতার স্কুলে কাচ ভেঙে দুর্ঘটনা, আহত তিন পড়ুয়া

Three students were injured in a glass breaking accident at a school in South Kolkata
Three students were injured in a glass breaking accident at a school in South Kolkata

 

কলকাতা, ১৩ জানুয়ারি : দক্ষিণ কলকাতার স্কুলে কাচ ভেঙে আহত হয়েছে তিন পড়ুয়া। এদের মধ্যে নবম শ্রেণির দুই পড়ুয়ার আঘাত গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার পরেই স্কুলে রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা। সোমবার সকাল ৭টা নাগাদ সার্দান অ্যাভিনিউ এলাকার ওই স্কুলে ঢুকছিলেন পড়ুয়ারা।

প্রার্থনা শুরু হওয়ার ঠিক আগে স্কুল ভবনের উপর থেকে কাচ ভেঙে পড়ে পড়ুয়াদের উপরে। দৌড়ে আসেন অন্য পড়ুয়ারা। ওই পড়ুয়াদের উদ্ধার করতে এগিয়ে যান পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিতে আসা অভিভাবকেরাও। এই ঘটনার পরই প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

You might also like!