দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অবশেষে শেষ হল বিচারপ্রক্রিয়া। চলতি মাসের ১৮ তারিখ আর জি কর ধর্ষণ ও খুন মামলায় রায়দান করবেন শিয়ালদহ আদালতের বিচারক। আদালতের রায়ের অপেক্ষায় গোটা বাংলা।
গত আগস্ট থেকে আর জি কর কাণ্ডে তোলপাড় বাংলা। ঘটনার পরই গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। শিয়ালদহ আদালতে শুরু হয় মামলা। বিচারপর্ব চলাকালীন আদালতে আর জি কর কাণ্ডকে বিরলতম ঘটনা বলে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। যুক্তি দিয়ে আদালতে জানান, এই ধর্ষণ ও খুনে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে কী কী প্রমাণ রয়েছে। কেনই বা সিবিআই তাকে অভিযুক্ত হিসাবে গণ্য করছে। ধৃত সিভিক ভলান্টিয়ারের ফাঁসির সাজার দাবি করা হয় সিবিআইয়ের তরফে।একমাত্র অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিচারপ্রক্রিয়া চলেছে গত ১৮ নভেম্বর থেকে। আর এখানেই প্রশ্ন তুলছেন নিহতের পরিবার, সহকর্মীরা।